শিরোনাম :

সালাম ও অন্যান্যরা

 





খলিল আহমদ 


সালাম ও অন্যান্যরা হৃদয়ের মাঝে স্থান পেয়ে আছে,

ওরা যেন চির পরিচিত মনে হচ্ছে।

যখন আন্দোলনের ইতিহাস পড়ি

তখন আপনাতেই শিহরিয়ে উঠে বলি,

তাঁরাই সত্যিকারের দেশপ্রেমিক মানুষ-ই।

সালাম ও অন্যান্যরা যেন আমার- 

পরম আত্মীয় কিংবা দাদা ভাই

তাঁদের স্মৃতির অম্লান ছবি- 

এখনও পুরোপুরি আঁকতে পারি নাই।




(রচনাকাল: ২৭ জানুয়ারি ১৯৮২খ্রি., শিবগঞ্জ, সিলেট)



(বর্ণমালার বাংলাদেশ কাব্যগ্রন্থ থেকে) 

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents