শিরোনাম :

জানালার পবন

 





খলিল আহমদ 


ক্লান্ত মনে কাজ করে যাওয়ার পরে 

শরীরটা ক্রমে ক্রমে অবশ হতে চলছে 

নিঃশব্দ অন্ধকারাচ্ছন্ন শ্রাবণের রাতি; 

হঠাৎ জানালার পবন দোলা দিল আসি

তখন মনে জাগল হিল্লোল, 

কত আনন্দে দোলা দিল কল্লোল।

আমি তখন পবনের কাছে ঋণী ছিলাম 

সে যে এতটুকু করেছে মোর জন্য।

চোখে এসেছিল স্বপ্ন

কে এইভাবে বাতাস করছিল,

সে যদি জানালার পবন না হয়ে 

এই যা! হঠাৎ থেমে গেল কেন?

হে- সুশীতল জানালার পবন 

তুমি এসো আবার, আমি ডাকছি

আসবে না? অহঃ বুঝেছি তুমি নির্দয় 

তুমি জানালায় জানাও না কেন?

আমি এসেছিলাম তোমাকে একটু আনন্দ দিতে 


আমার যা দেওয়ার তা দিয়েছি

বলো মোরে তোমার কাজ তুমি চালিয়ে যাও।

ঠিক তো এমনিভাবে কত প্রেম আসে জীবনে

যখন একটু প্রত্যয় নিয়ে জানতে চাই 

তখন সব শেষ! অদৃশ্য,

এই তো জানালার পবন তুমি

এছাড়া আর কি কিছু বলা যায়?




(রচনাকাল: ২৮ ফেব্রুয়ারি ১৯৭৭খ্রি., জহিরপুর, সিলেট)




( বর্ণমালার বাংলাদেশ কাব্যগ্রন্থ থেকে) 


Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents