শিরোনাম :

এমন দিনে

 







খলিল আহমদ 



এমন দিনে-

তোমরা সংগ্রাম করে গেছো

বুকের তাজা রক্তে 

ঢাকার রাজপথ রঞ্জিত করেছো

শুধু বাংলা ভাষা রক্ষার জন্য।

এমন দিনে-

তোমরা শহীদ হয়েছো

আপন প্রাণ দিয়েছো


শুধু বাংলা নামক দেশের জন্য 

বাংলা কৃষ্টি ও সাহিত্যের জন্য।

আজকের এমন দিনে, শপথ হোক


বাংলাদেশীদের-

'মঙ্গল হোক জাতির প্রবৃত্তি

উন্নত থাকুক ভাষা আর সংস্কৃতি'।




(রচনাকাল: ২২ মে ১৯৮৮খ্রি., জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়)



(বর্ণমালার বাংলাদেশ কাব্যগ্রন্থ থেকে) 


Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents