শিরোনাম :

বছর ঘুরে এসেছি আবার

 





খলিল আহমদ 


বছর ঘুরে এসেছি আবার-

আমার শাশ্বত বাংলা

অপরূপ বাংলাকে দেখতে ,


সুমধুর তানে, আমার জন্মভূমির মা'য়ের- ডাক শুনতে।

আবার এসেছি বছর ঘুরে

এদেশের আটষট্টি হাজার গ্রাম ও কোটি কোটি মানুষ দেখতে।


এসেছি বছর ঘুরে-

কৃষ্ণচূড়া পলাশ ও লাল গোলাপটা দেখতে

বাংলার আকাশে মুক্ত পাখি দেখতে।



(রচনাকাল: ২৪ এপ্রিল ১৯৮৪খ্রি., শিবগঞ্জ, সিলেট)





(বর্ণমালার বাংলাদেশ কাব্যগ্রন্থ থেকে) 


Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents