শিরোনাম :

বুকের পাঁজর দিয়ে

 






খলিল আহমদ 



বুকের পাঁজর দিয়ে

মা'গো রাখব ঘিরে

আমাদের শিল্প সংস্কৃতি ও সাহিত্য।

পারবে না নিতে কেড়ে

কোনো বাজপাখি

কোনোদিন , কোনো সময়।

বুকের ঐ পাঁজর দিয়ে

রাখব ঘিরে

তোমার ঐ দামাল ছেলেদের স্মৃতি ,

বুকের পাঁজর দিয়ে

রাখব ঘিরে

টেকনাফ থেকে তেতুলিয়া।

রাখব ঘিরে আঙ্গুর পোতা দহগ্রাম

প্রয়োজনে করব মোরা সংগ্রাম , যুদ্ধ।




(রচনাকাল: ২ বৈশাখ ১৩৯৩ বঙ্গাব্দ, জহিরপুর, সিলেট)




(বর্ণমালার বাংলাদেশ কাব্যগ্রন্থ থেকে) 






Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents