শিরোনাম :

দলিল বর্ণমালা

 






খলিল আহমদ 



দলিল বর্ণমালা -

বর্ণমালা দেখলেই মনে পড়ে , 

মনে পড়ে তোমাদের কথা।

মনে পড়ে পশ্চিমাদের বর্বরতা 

জবরদস্তি ও লোমহর্ষক কাহিনি।

মনে পড়ে মাতৃভাষা ও সংগ্রামের কথা

মনে পড়ে রাষ্ট্রভাষা সংগ্রামের কথা

মনে পড়ে বুকের তাজা রক্তে 

বর্ণমালা জয়ের কথা।


দলিল বর্ণমালা-

এটাকে ভিত্তি করে

আমরা স্বপ্ন দেখি 

স্বাধীন দেশের

ষড়ঋতুর অপরূপ, বাংলাদেশে।




(রচনাকাল: ২০ জানুয়ারি ১৯৮৪খ্রি., সরকারি কলেজ ছাত্রাবাস, সিলেট)





(বর্ণমালার বাংলাদেশ কাব্যগ্রন্থ থেকে) 


Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents