শিরোনাম :

কয়েদি সেদিন

 







খলিল আহমদ 



বাংলা ভাষার সংগ্রামে

কয়েদি সেদিন যারা ছিলে

তোমরা বলো ? 

মুখ খুলে বলো -

সেদিন- কা'রা, কা'রা 

আমাদের বিরুদ্ধে ছিল

তোমরা বলো নাম ধরে 

কে, কখন, তোমাদের পিছু লেগেছিল

সেদিনের কয়েদি ভাইয়েরা 

তোমরা জেল কেটেছো ,


বহুজনে রক্ত দিয়েছো ,

রক্ত দিয়েছে - বরকত , সালাম , রফিক , জব্বার।

তোমরা শুধু বলো একবার - 

তোমাদের বিরোধিতা করেছিল কে , কে , বারবার।

সেদিনের ' রাষ্ট্রভাষা বাংলা চাই '

সংগ্রাম পরিষদের বন্ধুরা

তোমরা যারা কয়েদি সেদিন ছিলে 

মুখ খুলে - বলো

জাতির কাছে বলো - 

কে তোমাদের সাথে ছিল

   এবং

কে , বিরুদ্ধে ছিল।

বলো - বন্ধুগণ 

কয়েদি সেদিনের।




(রচনাকাল: ৪ জুলাই ১৯৮৮খ্রি., জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়)




(বর্ণমালার বাংলাদেশ কাব্যগ্রন্থ থেকে) 

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents