শিরোনাম :

  মা আমার (মায়ের স্মরণে)

 





খলিল আহমদ 


মা , আমার


ঘুমিয়ে আছো নিবিড়ভাবে মাটির ঘরে

বিদায়কালে দেখলাম না ওগো মা নয়ন ভরে ,

তোমার অভাগা এ ছেলে বলে

দোয়া করো মোরে , বলছি মা নয়নজলে

দেখলে না মাগো দেশ

দেখলে না খেশ

তোমার মরণের আগে ,

দুঃখ রইল অন্তর ভরে

জান্নাতবাসী হও দোয়া করছি তোমার তরে।

মা , ঘুরিয়ে জগৎ দেখেছি আমি

এ পৃথিবীতে তুলনাবিহীন তুমি।




(রচনাকাল: মে ১৯৯৬খ্রি., জহিরপুর, সিলেট)




(বর্ণমালার বাংলাদেশ কাব্যগ্রন্থ থেকে) 

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents