শিরোনাম :

সুযোগ সন্ধানী

 







খলিল আহমদ 



জানেন? আমি একজন ধনী

আমার গাড়ি - বাড়ির অভাব নেই , 

আমার দু'টি পাঁচ তলার দালান আছে

তাতে মোটেই সন্তুষ্ট নই ! 

আমি চাই আরো শতাধিক দালান

বাড়ি-ঘর ,  গাড়ি - বাড়ি বিস্তর আরো চাই - 

আমার ব্যাংকে ব্যালেন্স লাখ লাখ টাকা

যদি আরো বেশি হয় তাতে বাঁধা কি?

করিম শেখ - খেতে পাচ্ছে না কি হলো?

সে আমার কাছে মাথা নত করুক এই তো চাই।

সাধারণ একটা ভালো কাজ করুক , না - তা - হবে কেন?

তা যদি হয় - তাহলে এটা হবে তাঁর দেমাক।

আমার টাকা আছে মন যা চায় তা করবো 

আমি জানি ওরা আমার টাকাকে ভয় করে

টাকাই সব , টাকার নাম আদমজি ; টাকায় ডাকায় বাজি।

আমার ভালো করে জানা আছে , টাকা কিভাবে জমাতে হয়

বহু কারসাজির খেলা খেলেছি , কালো বাজার আছে ,

তা না হলে কি করে চলবে। 

ভালো মালপানি জুটেছে একাত্তরের সংগ্রামের বছর ,

করিমের ছেলে রহিম স্বাধীনতায় গিয়েছিল 

কি পেয়েছে নিজে? কিছুই না। হাঃ হাঃ হাঃ

এখন সে আহার যোগাড় করতে পারছে না

গরু-বাছুর জায়গা-জমি বিক্রি করছে- কি মজা ,

পক্ষান্তরে আমি তার সব স্থান দখল করছি - অর্থের তরে

এই তো আমার কাজ , আমি একজন ধনী।

আমার কথায় সমস্ত এলাকা উঠে বসে

আমি একজন - তদানীন্তন রাজাকারও ,

এখন রাজনীতি করি সুযোগ বুঝে।



(রচনাকাল: ৪ ডিসেম্বর ১৯৭৯খ্রি., জহিরপুর, সিলেট)




(বর্ণমালার বাংলাদেশ কাব্যগ্রন্থ থেকে) 

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents