শিরোনাম :

অপরূপ তুমি

 






খলিল আহমদ 


ও আমার দেশ -

পৃথিবীর মাঝে অপরূপ তুমি , ও আমার দেশ

তোমার বুকে জন্ম আমার খুশির নাই যে শেষ।


ও আমার দেশ -

নাই-বা হলে ধনে ও রণে সবার সেরা দেশ

তুমি যে আমার মায়ের ছবি জীবন সুরের রেশ।

বারো মাসের ছয় ঋতুতে তোমার কত রূপ

প্রকৃতির খেলায় তুমি - অপরূপ।

তোমাকে ঘিরে হাজার শিল্পী এঁকেছেন তা'রা ছবি

কবিতা লিখছেন আকুল করা আমার দেশের কবি

এই মোর যশ , তোমায় আমি ভালোবেসে হব নিঃশেষ।




(রচনাকাল: ২৭ চৈত্র ১৩৮৯ বঙ্গাব্দ, জহিরপুর, সিলেট)




(বর্ণমালার বাংলাদেশ কাব্যগ্রন্থ থেকে) 



Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents