শিরোনাম :

জননী সবার

 






খলিল আহমদ 


জননী - জন্মভূমি কেন সুখ নাই তোমার

দুঃখ ঘোচাতে দেরি কত আর?

তা নিয়ে যে চিন্তার নাহি শেষ আমার।

তোমার ছেলেরা চলিছে আলোর পথে

দুঃখ করিবে জয় রহমতে খোদার।

মানিব না বাধা মোরা করিব অভিযান

বুকে আছে শের আলীর সাহস উড়াইব - জয় নিশান , 

তুমি যে চির পবিত্র জননী সবার।




(রচনাকাল: ৩১ আষাঢ় ১৩৮৭ বঙ্গাব্দ, জহিরপুর, সিলেট)



(বর্ণমালার বাংলাদেশ কাব্যগ্রন্থ থেকে) 

Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents